গাজীপুরে ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে শুক্রবার (২ মে) বিকেলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনুর্অধ্ব ১৭) নুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক মুসুল্লী। বেলুন উড়িয়ে টুর্নামেন্টটি উদ্বোধন করেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াল মির্জাপুর কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেম খন্দকার, হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ ও ইয়ং স্টার ফুটবল একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়।
ট্রাইব্রেকারে ইয়ং স্টার একাদশ ৪টি এবং ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ ৫টি গোল করে।
এদিনের খেলায় ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশের গোলকিপার মোঃ মাইদুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি লাভ করেন।
স্থানীয় কলেজ গেইট যুব সংঘ আয়োজিত প্রথম দিনের এ খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যাপক মোঃ হারুন অর রশিদ।