আজ শুক্রবার (২ মে) সকাল ১১ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া কসবা পানিয়ারুপ সিরাজুল হক স্কুল এন্ড কলেজ গেইট সংলগ্ন কসবা টু কুমিল্লা রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে নিহত সাব্বির এর গ্রামের দুই শতাধিক মানুষের উপস্থিত ছিল। মানববন্ধনে সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন সাব্বিরের বাবা ও মা। এ সময় কান্না জড়িত কণ্ঠে সাব্বাবিরের বাবা বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ঢাকায় ছিল সে কিছুদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছিল। সে কোনো ঝামেলার মধ্যে ছিল না। অথচ তাকে পরিকল্পিতভাবে রাতের আঁধারে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ছেলের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন সাব্বিরের মা ও বড় বোন । তিনি বলেন, ‘আমার ছেলে রাতে ঘুমিয়ে ছিল তাকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে । হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।’
ছেলে হত্যার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত যুবকের বাবা মা ভাই সহ সাব্বিরের স্বজনেরা। ঘটনার ১ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন ঘটনার থেকে আসমিদের গ্রেফতার করতে কসবা থানা পুলিশ তৎপর ইতিমধ্যে পুলিশ এই মামলার আসামি দের কে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।