চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে কৃষকের প্রনোদনার সার নিজ গোডাউনে রাখার গোপন সংবাদ শুনে আজ শুক্রবার( ২ মে) সন্ধ্যার সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা( ডিবি)পুলিশ ও দর্শনা থানা পুলিশের একটি টিম কুড়ুলগাছি বাজারে অভিযান পরিচালনা করে কুড়ুলগাছি গ্রামের নজরুলের ছেলে মোশারফ এর গোডাউন থেকে কৃষকের প্রণোদনার ৭ বস্তা ডিএপি সার ও ৭ বস্তা পটাশ সার উদ্ধার করে।
এজন্য তাকে এ অপরাধে সার ব্যাবস্থাপনা আইন -২০০৬ এর সব্বোর্চ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার জানান অভিযুক্ত মোশারফ যেটা করেছেন সেটা অপরাধ। তাকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।সেই সাথে উদ্ধারকৃত সার আজ শনিবার( ২ মে) প্রকৃত ৩৫ জন কৃষককে ডেকে তাদের হাতে বুঝিয়ে দেবার নির্দেশনা দেওয়া হয়েছে ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার উপস্থিত থেকে বিতরণের ব্যাবস্থা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এস আই সোমিত্র, এসআই হাসান মুন্সি, এএসআই ইমরান, নয়ন, আশিক, লিটন। দর্শনা থানা পুলিশের নেতৃত্ব দেন এসআই শামিনুর রহমান, মো: উজ্জ্বল, আব্দুর রশিদ।