রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দর্শনায় ওলামা পরিষদের  বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৩ মে ২০২৫, ০৯:৫৩
দর্শনায় ওলামা পরিষদের  বিক্ষোভ মিছিল
ছবি: যায়যায়দিন

ইসরাম বিদ্বেষী নারী বিষয়ক কমিশন বাতিল ও ভকরতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দর্শনা ওলামা পরিষদ।

শুক্রবার ( ২ মে) জুম্মার নামাজ শেষে দর্শনা মুক্ত মঞ্চে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সমাবেশে কুরআন তেলওয়াত করেন মাওলানা জুবায়ের বিন আব্দুল খালেক। দোয়া পরিচালনা করেন মাওলানা ওসমান গনি।

বক্তব্য রাখেন, দর্শনা পৌর ওলামা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহম্মেদ, ইসলাম বাজার জামে মসজিদের ইমাম মুফতি ওমর ফারুক, ওলামা পরিষদের কোষাধ্যক্ষ মুফতি ইউনুস, সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, প্রচার সম্পাদক হাফেজ আবদুল্লাহ আল মামুন।

বক্তারা অবিলম্বে ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল চান। না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। এছাড়াও ভারতে মুসলিমদের উপর মোদি সরকারের বর্বরতা বন্ধ করতে কঠিন হুশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে