গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্ৰামে আগুনের ঘটনা ঘটেছে। এসময় গোয়াল ঘরসহ কৃষকের দুই গরু পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওই গ্ৰামের মইজ উদ্দিন ফকিরের গোয়াল ঘরে এ আগুনের ঘটনা ঘটে। রাত ১১টার মধ্যে আগুন নিজেদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সুত্র ও প্রত্যক্ষদর্শী সালাম মিয়া বলেন, মশা তাড়াতে একটি হাঁড়িতে কয়লার আগুন জ্বালিয়ে গোয়াল ঘরে দিয়েছিলেন উদ্দিন ফকির। এরপর আধা ঘন্টার মধ্যে ওই গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজনকে চিৎকার করে ডাকেন তিনি। তারা আগুন নেভাতে চেষ্টা করে। তবে নেভানোর আগেই আগুন ওই গোয়াল ঘর সহ পাশের আরো একটি গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১১টা নাগাদ আগুন পাশের টিনের ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বিপুলসংখ্যক লোকজন মিলে শেষ পর্যন্ত রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছিলেন। তাঁরা আসার আগেই আগুন নিভে যায়। আগুনে মইজ উদ্দিনে ছেলে সামান্য আহত হয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, ৩ মাসের একটি দুধের গাভী ছিল মইজ উদ্দিন ফকিরের যার দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার সংসারের সম্ভব বলতে দুটি গরু। আগুনে গরু পুড়ে যাওয়ায় তার এখন পথে বসার জোগাড়।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ' আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে গোয়াল ঘর পুড়েছে। দুটি গরুও পুড়েছে। আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।'