রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাদুল্লাপুরে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৮:০৮
সাদুল্লাপুরে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
প্রতীকি ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিনদুপুরে মোটরসাইকেলের গতিরোধ করে তরিকুল ইসলাম (৩৫) নামে এক পল্লিচিকিৎসককে জোরপূর্বক টেনেহিঁচড়ে অটোরিকশা রিকসায় তুলে নিয়ে যাওয়ার অবমভিযোগ পাওয়া গেছে।এঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পূর্বশত্রুতার জেনে তরিকুলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

শুক্রবার (২ মে) বিকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় এঘটনাটি ঘটে।

তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তার একটি ঔষধের দোকান রয়েছে।তিনি পেশায় েকজন পল্লি চিকিৎসক ও একটি মসজিদে ইমামতি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন তরিকুল মোটরসাইকেল যোগে ভাতগ্রাম বাজারের ঔষধের দোকানে যাওয়ার সময় পথিমধ্যে হাতি চামটার ব্রিজের এলাকায় পৌঁছালে ৭-৮ জনের সংঘবদ্ধ যুবক তার মোটরসাইকেলের পথরোধ করে। এরপর তারা মোটরসাইকেল থেকে তরিকুলকে তরিকুলকে এলোপাতাড়ী ভাবে বেধড়ক মারপিট করতে থাকে। একপর্যায়ে সংঘবদ্ধ যুবকেরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগি পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষগণ তাকে অপহরণ করেছে।

উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া ও চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে ৭-৮ জন মিলে প্রকাশ্যে রাস্তায় মারধরের পর তরিকুলকে তুলে নিয়ে যায়। পরে মিলনের বাড়িতে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরিকুলকে উদ্ধার করতে মিলনের বাড়িতে গেলে তাদের বিভিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

এ ঘটনার পরপরেই তরিকুল ইসলামের ছোট ভাই হিরু মিয়া বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে হিরু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে তরিকুলের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন সুমন ও মিলনসহ তাদের পক্ষের লোকজন। তরিকুলকে অপহরণের ঘটনাটি পরিকল্পিত।’ দ্রুত তরিকুলকে উদ্ধারসহ জড়িতের গ্রেফতারের দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার জানান, তরিকুলকে অপহরণের ঘটনায় সুমন ও মিলনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই হিরু মিয়া। অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। ঘটনার সময়ের ভিডিওটি দেখে আসামি শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে