রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

উখিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৮:২৪
উখিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের উখিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২ মে) উপজেলার পালংখালী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ কর্মী সভায় আয়োজন করা হয়।

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী । সভা উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ। প্রধান আলোচক ছিলেন উখিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী আইরিন মাহমুদ ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারকে হটাতে জুলাই আন্দোলনে মহিলারা রাজপথে এসে আন্দোলন করে নজির স্থাপন করেছে। ঠিক সেভাবে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ কে বিজয়ী করতে মহিলাদেরকে গ্রামেগঞ্জে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল বকেয়া সোনিয়া, রেদওয়ানা আক্তার বুলু জেলা যুবদলের সহ সভাপতি হামিদ হোসেন সাগর ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ।

কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদের সিনিয়র সহ সভাপতি রাশেদা বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে