রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
গাজীপুরের জামে মসজিদের ইমাম মাওঃ রইস উদ্দিনের হত্যা 

মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৩ মে ২০২৫, ১৮:৩১
মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 
ছবি: যায়যায়দিন

ঢাকার গাজীপুর পুবাইল জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান বকুল'র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ।

এছাড়া অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর সেলিম আহমদ, মাওলানা বজলুর রশিদ চৌধুরী, মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল হাই দিনারপুরী, মাওলানা শামীম আহমদ উসমানী, মাওলানা হাফিজ কামরুল ইসলাম জালালি, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন, মওলানা মিজানুর রহমান, মাওলানা মাছুম আহমদ তালুকদার,মাওলানা মসাহিদ আলী প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে