কিশোরগঞ্জের বাজিতপুর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদল শাখার ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে কিশোরগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেবিন অনুমোদন দেন।
কলেজ শাখার আহ্বায়ক হলেন মোঃ সিমন আহমেদ রিয়াদ, সদস্য সচিব তারেক আহমেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ ফাহিম আহমেদ শুভ, যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম রয়েল, আকরাম হোসেন ও ইমরান হোসেন। আজ শনিবার (৩ মে) দুপুরে কলেজ শাখার নবনির্বাচিত ছাত্রদলের আহ্বায়ক মোঃ সিমন আহমেদ রিয়াদ বলেন, কলেজকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত ও হত-দরিদ্র ছাত্র-ছাত্রীদের মেধার সুযোগ করে দিবেন বলে উল্লেখ করেন।
সদস্য সচিব তারেক আহমেদ ভূইয়া বলেন আমাদের প্রধান উদ্দেশ্য হলো কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করা ও গরীব ও হত-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষার সময়-সুযোগ বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, কলেজকে ৫ই আগস্টের পতিত সরকারের আমলে তাদের অনুসারিরা যেভাবে কলেজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে সেটা হতে দেব না। আমাদের নতুন কলেজ শাখার ছাত্রদল কমিটি সুন্দর পরিবেশ বজায় রাখবে বলে আমি এবং আমার কমিটি আশা করি।