রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস পালিত

গৌরনদী ( বরিশাল) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৯:০১
আপডেট  : ০৩ মে ২০২৫, ১৯:১২
গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস পালিত
ছবি: যায়যায়দিন

‘সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।

শনিবার ৩ মে সকালে শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজীব হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ।

প্রেস ক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান, প্রেস ক্লাবের কো - আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, সদস্য খোকন আহম্মেদ হীরা, আরিফিন রিয়াদ, মোল্লা ফারুক হাসান, রাজীব ইসলাম তারীম, নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন বলেন, ‘গণমাধ্যম একটি জাতির দর্পণ। একটি সুস্থ ও কার্যকর গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই’। তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে’।

অন্যান্য বক্তারা তাদের আলোচনায় আন্তর্জাতিক গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রের বিকাশে সংবাদমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত কাজ নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আলোচনায় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের অধিকার, দায়িত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে