চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার উপর দিয়ে ১ মে বৃহস্পতিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও বৈশাখী ঝড় বয়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখা। সংগঠনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন পৌর আমীর মনিরুল ইসলাম।
পৌর এলাকার ২ নং ওয়ার্ড পিঁপড়া ডাঙ্গা মহাল্লার মুন্টু ও সেন্টুর বাড়ি ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষতি হয়। সংগঠনের পক্ষ থেকে পৌর আমীর মনিরুল ইসলাম তাদের খোঁজ খবর নিয়ে রবিবার ৪ মে ক্ষতিগ্রস্ত পরিবার ২টিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল জলিল, যুব বিভাগের সভাপতি মাহিদুর রহমান এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ।
পৌর আমীর মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে একটি সমাজ গড়তে চাই যেখানে বৈষম্যের কোন স্থান থাকবেনা।
তিনি আরও বলেন, `জামায়াতে ইসলামী একটি মজলুম দল যখনি মানুষের দুঃখ কষ্টের কথা শুনি তখনই গরীব কর্মীদের পকেটের টাকা নিয়ে আপনাদের কাছে সীমিত সাহায্য নিয়ে ছুটে আসি। আমাদের অল্প দানে হয়তো আপনাদের কষ্ট লাঘব পুরোপুরি হবে না এর পরেও আমরা অসহায়দের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতা করে পাশে থাকতে চাই''।
তিনি এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।