রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক

রাতের আতঙ্ক: যাত্রী ও চালকদের জন্য পুলিশের সতর্কবার্তা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৩:৩২
রাতের আতঙ্ক: যাত্রী ও চালকদের জন্য পুলিশের সতর্কবার্তা
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে সম্প্রতি একাধিক অপরাধমূলক কর্মকান্ডে সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ওই সড়কের শিমুলিয়া রেলগেইট থেকে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত সড়কের নির্জন অংশে বিশেষ করে রাতের বেলায় কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানা পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে, ওই সড়কে কিছু সংঘবদ্ধ অপরাধী দল রাত্রিকালীন সময়ে রাস্তার পাশে ঝোপঝাড়ে লুকিয়ে থেকে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে। ঢিলের শব্দে বিভ্রান্ত হয়ে চালক বা যাত্রীরা অনেক সময় গাড়ি থামিয়ে বাইরে নামে। এই সুযোগে দুর্বৃত্তরা অতর্কিতে আক্রমণ চালিয়ে যাত্রীদের টাকা-পয়সা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় এবং পালিয়ে যায়।

এ ধরনের ঘটনা একাধিকবার ঘটায় পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে এবং এলাকাজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে।

স্থানীয় বাসিন্দা ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বাইপাস রোডে সন্ধ্যার পর চলাচল করতে ভয় পান। অনেকে বলেন, "রাস্তা নির্জন থাকায় দুষ্কৃতিকারীরা সহজেই লুকিয়ে থাকতে পারে। পুলিশ যদি নিয়মিত টহল বাড়ায়, তাহলে অপরাধ কমবে। পাশাপাশি তারা দ্রুত সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোকসজ্জার দাবি জানান তারা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং সড়কটিতে রাতের বেলা অতিরিক্ত মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা ও পৌরসভার সহযোগিতায় ওই সড়কের বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওসি আরো জানান, ওই সড়কের যাত্রী ও চালকদের উদ্দেশ্য করে বলেন, জনবসতিহীন এলাকা বা ফাঁকা জায়গায় কোনো অবস্থায় গাড়ি থামানো যাবে না। গাড়িতে ঢিল বা অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলেও গাড়ি থামিয়ে বাইরে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো সন্দেহজনক অবস্থায় বিচলিত না হয়ে সঙ্গে সঙ্গে কালীগঞ্জ থানা পুলিশের সঙ্গে (ডিউটি অফিসার: ০১৩২০-০৯২৪৮০ এবং ওসি: ০১৩২০-০৯২৪৭৫, কিংবা জাতীয় জরুরি সেবা: ৯৯৯) যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে