মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. জাকারিয়া জাহেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফজলুল করিম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে রিজভী করিম মিতু বাদী হয়ে জাকারিয়া জাহেদের নামে মিরসরাই থানায় একটি হত্যা মামলা (মামলার নম্বর-৭) করেন।
গ্রেপ্তার জাকারিয়া জাহেদ একই এলাকার মো. ফয়েজউল্লার ছেলে। নিহত ফজলুল করিম ও জাকারিয়া জাহেদ সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল করিম নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর অভিযুক্ত যুবককে ঘটনার ১২ ঘন্টার মধ্যে আটক করা হয়। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।