কক্সবাজারের চকরয়িায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহেদ মিয়া (১৮) নামে রাজমিস্ত্রীর কাজে নিয়োজিত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মাইজঘোনা পরিষদ এলাকার বাসিন্দা আবু ছৈয়দ মেস্ত্রীর বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।
শাহেদ মিয়া ওই এলাকার স্থানীয় বাসিন্দা সুলতান আহমদের ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জনান, সকালে নির্মান কাজ করার সময় বাড়ির দোতালা ছাদের পাশে যাওয়া পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার ভোল্টের লাইনে অসতর্কতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হলে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় শাহেদ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।