বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পুরাতন মুন্সীরহাট বাজার ব্যবসায়ীর সঙ্গে ওসির মতবিনিময়

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৯:১৪
পুরাতন মুন্সীরহাট বাজার ব্যবসায়ীর সঙ্গে ওসির মতবিনিময়
ছবি: যায়যায়দিন

ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে দরবারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুরাতন মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ব্যবসায়ী আবু তাহের পাটোয়ারী। বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি লুৎফর রহমান বলেন, বাজারের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা জরুরি। মুন্সীরহাট বাজারের অভ্যন্তরে আপনাদের সহযোগিতায় অভিযান চালানো হবে। ওসি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভিটিজিং, চুরি-ডাকাতির সাথে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন,ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা পেলে যথাযথ পদক্ষেপ নিয়ে মাদক,চোরা কারবারি, ইভটিজিং,অসামাজিক কার্যকলাপ, সামাজিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, ব্যবসায়ী মেহেদী হাসান, নুরুল কবির, আনোয়ার হোসেন, প্রমুখ।

স্থানীয় ব্যবসায়ীসহ আমন্ত্রিত সকলেই ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তায় পুলিশের সহায়তা কামনা করে বক্তব্য রাখলে নবাগত ওসি প্রশাসনের নীতিগত কার্যক্রম ও গতিশীলতায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে