জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট , সুনাম ক্ষুন্ন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির সুপার ফাইভ কমিটি বাতিলের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে (৮ মে) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সুপার ফাইভ কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়েছে বর্তমান বিএনপির অনেকেই। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেছেন ।
তিনি বলেন আমি চার বার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। ২০১৬ সালে আমাকে দল থেকে বহিস্কার করা হয় এবং ২০১৮ সালে আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহসভাপতি রাকিবুল হাসান বাদশা, সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. শহিদুল্লাহ, সাবেক যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুত সহ বিএনপির পদ বঞ্চিত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।