শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ের পতিসরে বিশ্বকবির ১৬৪তম জন্মোৎসব উদযাপন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১০:৫৯
আত্রাইয়ের পতিসরে বিশ্বকবির ১৬৪তম জন্মোৎসব উদযাপন
ছবি: যায়যায়দিন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মানবতার ইতিহাসে এক অম্লান অধ্যায়। তাঁর সাহিত্য ও দর্শন কখনই সময়ের সীমায় আবদ্ধ নয়, বরং যুগ যুগ ধরে মানুষের মনন ও সমাজবাস্তবতাকে

আলোকিত করে চলেছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহাসিক পতিসরে কবির ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই মর্মে একমত পোষণ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কবিতা, গান ও দর্শন আজও মানুষের হৃদয়কে স্পর্শ করে।" তিনি আরও যোগ করেন, পূর্ব ও পশ্চিমের সাংস্কৃতিক সেতুবন্ধন রচনায় রবীন্দ্রনাথের ভূমিকা অপরিসীম।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ফেস্টুন ও বেলুন উড়িয়ে। ২৫ বৈশাখ (৮ মে) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন এবং "রবীন্দ্রনাথ ও বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বলেন, "রবীন্দ্রনাথের দর্শন শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে, যা বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ কবির শিক্ষাভাবনা ও মানবতাবাদী চিন্তার গুরুত্ব তুলে ধরেন।

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম কবির সাহিত্যিক বৈশিষ্ট্য ও সমাজমনস্কতার উপর আলোকপাত করেন।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখস্।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচ ইরফান উদ্দিন আহমেদ, এডিসি (রাজস্ব) সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,

আত্রাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও বিপুল সংখ্যক রবীন্দ্রভক্ত। অনুষ্ঠানে বক্তরা সবাই একবাক্যে স্বীকার করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও সৃষ্টিকর্ম যতদিন মানবতা টিকে থাকবে, ততদিনই প্রেরণা দেবে আগামী প্রজন্মকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে