শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বেলাবোতে জমি দখলে নিতে প্রভাবশালীর হুমকি

বেলাবো(নরসিংদী)প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১২:১০
আপডেট  : ০৯ মে ২০২৫, ১৫:২৫
বেলাবোতে জমি দখলে নিতে প্রভাবশালীর হুমকি
ছবি: যায়যায়দিন

নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে জমি সংক্রান্ত মামলার নোটিশ পাওয়ার পর সংখ্যালঘু সম্পদায়ের জমি দখল করতে প্রায়ই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে ফাইজুল ইসলাম গং।

অভিযোগ কারী স্বপন চন্দ সরকার জানায়, গৌরাঙ্গ সরকারের কাছ থেকে সাবকাবল দলিল মূল্যে জমি ক্রয় করে প্রায় ৩৫ বছর যাবত ভোগ দখলে।

একটি রেকডের্র মন্তব্যের কলামে মৃত শুকুর মাহমুদের নাম লিপিবদ্ধ হয়। নাম কর্তন চেয়ে নরসিংদী দেওয়ানী আদালতে মামলা দায়ের করা হয় বর্তমানের মামলাটি চলমান থাকায়, শুকুর মাহমুদের ওয়ারিশ গনের নামে নোটিশ দেওয়ার পর হইতে বিবাদীরা গাছপালা কাটাতে শুরু করে।

আমরা বাধা দিলে তাদের সাথে আমাদের হাতাহাতি শুরু হয়। শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে ১৪৫ ধারা নরসিংদী ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা মামলা করি। মামলা নং-১৩৬৪ তারিখ-১/১২/২৪. বর্তমানে তারা আমাদের সম্পত্তি দখল করার জন্য প্রায় সময়ই আমাদের বাড়ীতে আমাদেরকে মারধর সহ হুমকি ধামকি দিয়ে আসছে শুকুর মাহমুদের ওয়ারিশদার ফাইজুল ইসলাম গং।যার ফলে আমাদের নিরাপত্তাহীনতা কথা চেয়ে বেলাবো উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন স্বপন চন্দ্রে সরকার ।

এব্যাপারে প্রতিপক্ষ ফাইজুল বলেন আমি আদালতে রায় পেয়ে আমার জমি আমি গিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন স্বপন চন্দ্রে অভিযোগ পেয়েছি এবং তারই ভাই নারায়ন চন্দ্র সরকার মামলার সরেজমিনে সার্ভেকরার করা জন্য সার্ভেয়ারকে পাঠানো হয়েছে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে