শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিলের মধ্যে পড়ে ছিল যুবদল কর্মীর ক্ষত-বিক্ষত লাশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৩:৩১
বিলের মধ্যে পড়ে ছিল যুবদল কর্মীর ক্ষত-বিক্ষত লাশ
ছবি: যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাঁজা খন্দকারের ছেলে।

লোহাগড়া উপজেলা যুবদল সূত্রে জানা গেছে, নিহত সালমান যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার (৮ মে) রাতে সালমানসহ তার বন্ধুরা মিলে পার্শ্ববর্তী রামকান্তপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মধুমতী নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান শামুকখোলার নিজ বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর সালমান আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। পুনরায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সালমানের মোবাইল ফোনে কল দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

শুক্রবার সকালে এলাকাবাসী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে