শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
প্রশাসনের বাঁধা অমান্য

গৌরনদীতে সরকারি খাল দখল করে নির্মাণ কাজ চলছে

গৌরনদী (বেরিশাল) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৪:৪০
গৌরনদীতে সরকারি খাল দখল করে নির্মাণ কাজ চলছে
সরকারি খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ। ছবি: যায়যায়দিন

প্রশাসনের বাঁধা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজার এলাকায় সরকারি ভেদ্রা খাল দখল করে অবৈধ পাকা স্থাপনার নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ২ শিক্ষকসহ প্রভাবশালী ৬ ব্যক্তির বিরুদ্ধে।

ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে বোরো চাষিদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পালরদী নদীর সংযোগস্থল উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের ভেতর দিয়ে ৪ কিলোমিটার ভেদ্রা খাল প্রবাহিত হয়েছে।

এ খালের উভয় পাড়ে ৬/৭ টি বোরো ব্লকে খাল থেকে সেচ পানি সরবরাহ করে আসছে। গত ৬ মাস আগে পিঙ্গলাকাঠি বাজার এলাকায় প্রায় ১২০/১৩০ ফুট দৈর্ঘ্য ও ২০/২৫ ফুট প্রস্থ পর্যন্ত সরকারি খাল দখল করে কলেজ শিক্ষক কামাল হোসেন, মাদ্রাসার মিক্সক জসিম হাওলাদার, রিপন শিকদার, খোকন বেপারী, কামাল বেপারী, মো. আসাদুল্লাহ অবৈধভাবে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন।

খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন ভ‚মি অফিসরে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে খালের ভেথর পাকা স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। দখলদাররা গত ১৫ দিন আগে আবারও ওই নির্মাণ কাজ শুরু করেছেন।

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন (তহলীল) ভ‚মি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, বিএন রেকর্ডে ওই খালটি খাস খতিয়ানে (সরকারের নামে) রেকর্ড রয়েছে।

খবর পেয়ে উপজেলা ও ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রশাসনের নিষেধ উপেক্ষা করেই প্রভাবশালী দখলদাররা সরকারি খালের ভেতর অবৈধ পাকা স্থাপনার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

অভিযুক্ত কলেজ শিক্ষক কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মালিকানাধীন জমিতে আমি স্থাপনার নির্মাণ কাজ করে আসছি। আমরা ৬ জনই নির্মাণাধীন স্থাপনার জমির মালিক। সরকারি খালের ভেতর স্থাপনা নির্মাণ করা হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো, রাজীব হোসেন বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রশাসনের বাঁধা উপেক্ষো করে কোন ব্যক্তি যদি সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে