শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় চেম্বার অব কমার্সের নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৪:৩৩
গাইবান্ধায় চেম্বার অব কমার্সের নির্বাচন
গাইবান্ধায় চেম্বার অব কমার্সের নির্বাচনে ভোট গ্রহণ চলছে: ছবি যায়যায়দিন

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে জেলার নিজস্ব কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে দুইটি অর্ডিনারী গ্রুপ, একটি এসোসিয়েট গ্রুপ ও দুইটি স্বতন্ত্র গ্রুপে ১০টি বুথে ভোটাররা ভোট প্রয়োগ করেন। অর্ডিনারী গ্রুপে ৯৯৬ জন ও এসোসিয়েট গ্রুপে ২৩০ জন ভোট প্রদান করেন।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেন।

অর্ডিনারী গ্রুপে শাহান-লতিফ প্যানেল ও কল্লোল-খোকন-জিম প্যানেল এবং এসোসিয়েট গ্রুপে মিলন-বাপ্পা প্যানেল, অর্ডিনারী গ্রুপে স্বতন্ত্র রশিদ- জসিম গ্রুপ ও এসোসিয়েটে স্বতন্ত্র লিটন-বাবুল-তহুরা গ্রুপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. শামসুল আলম প্রধান। সহকারী নির্বাচন কমিশনার সদস্য হিসেবে ছিলেন অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু ও কামরুল হাসান সেলিম।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে