“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ১০ মে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল আরা, ইউআরসি ইন্সট্যাক্টর শাকিল আহম্মেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তারিক হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠু, পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতেসামুল হক স্বয়ন, প্রধান শিক্ষক আজিজার রহমান, সামসুজোহা, মাহমুদা খানম প্রমুখ।