সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কসবায় অবৈধ ভারতীয় মালামাল আটক

কসবা প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১২:৪৪
কসবায় অবৈধ ভারতীয় মালামাল আটক
ছবি-যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে ভারতীয় অবৈধ বাঁজি, বাসমতি চাউলসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

যাহার মূল্য ৫৮ লাখ ৪১ হাজার ৮৯০টাকা । ১১ মে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানান ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা হাকড়, মজলিসপুর ও গুসাইপুর এবং পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ী নামক স্থান হতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ ৫৮,৪১,৮৯০/- (আটান্ন লক্ষ একচল্লিশ হাজার আটশত নব্বই) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।

আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ৫৫,০৮০ পিস ভারতীয় বাঁজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট ইত্যাদি এবং মাদকদ্রব্য-গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে