গণঅধিকার পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদ পাংশা উপজেলা শাখার সভাপতি মাসুম খান।
রবিবার গণঅধিকার পরিষদ বাংলাদেশ এর রাজনৈতিক কার্যালয়ে পাংশা উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভিপি নুরের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন সেই সাথে দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পাংশা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাসুম খান বলেন, ‘আমরা চেষ্টা করছি গণ অধিকার পরিষদ পাংশায় একটি শক্তিশালী সংগঠনে রুপান্তিত করতে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন।
গনঅধিকার পরিষদ একটি রাজনৈতিক দল। ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনী প্রতীক হলো ট্রাক।