মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৭:০২
আপডেট  : ১২ মে ২০২৫, ১৭:২০
৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩
তিন মাদক কারবারিসহ পুলিশ। ছবি: যায়যায়দিন

বগুড়ার আদমদীঘিতে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ১১ মে দিবাগত রাতে উপজেলা দত্তবাড়ি পলাশি গ্রামে জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে ট্যাপেন্টাডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃতরা হলো আদমদীঘির সাওইল বেগুনবাড়ি গ্রামের বজলুর রহমান বুলুর ছেলে ছামিউর রহমান ওরফে শামিম (২৮), হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) ও দত্তবাড়ি পলাশি গ্রামের আবুল সরদারের ছেলে শাহিনুর রহমান (৩৩)।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা দত্তবাড়ি পলাশি গ্রামের আসামী শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রির করার সময় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর করে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে