পটুয়াখালী বাউফল উপজেলার বিভিন্ন কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা দিয়েছেন বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
আজ সোমবার বেলা ১১ টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নিজ বাসবভনস্থ দলীয় কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
এ সময় বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: আবু জাফর, সাধারণ সম্পাদক সোয়েব, সহ সভাপতি :সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান সর্দার, নওমালা আব্দুর রশিদ ডিগ্রী কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক :কবির হোসেন, সহসভাপতি কালিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম।
ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ শাখার, সভাপতি :কাজী লিমন আহমেদ, কালিশুরী ডিগ্রী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক :রিশাদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইমন খান, কেশবপুর কলেজ শাখার সভাপতি মো. সাকিব হোসেন,সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহসভাপতি মিলন হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক সিয়াম ও সাংগঠনিক সম্পাদক সিয়াম খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, ছাত্রদল নেতা রাইয়ান আকাশ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ প্রমুখ।