ঝালকাঠি জেলার রাজাপুরে ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
১৩ মে মঙ্গলবার রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে এসব গরু বিতরণ করা হয়। এসময় উপজেলার ত্রিশ জন নিবন্ধিত জেলের মাঝে জনপ্রতি একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল সহ সুফলভোগী জেলেরা।