বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চারঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৫:২৬
চারঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯
প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ২০গ্রাম হেরোইন ও ১১৬টি ইয়াবা জব্দ করা হয়।

1

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি গ্রামে ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামে অভিযান চালায় পুলিশ। সোমবার দিনগত রাতে পুলিশের একটি টহলদল ওই অভিযান চালায়। এ সময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি আসামিরা হলেন- ইউসুফপুর ইউনিয়ন ৬নং ওর্য়াড যুবলীগের সদস্য চক কাপাসিয়া গ্রামের আজাদ আলীর ছেলে গোলাম রাব্বানী (৪২), মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি গ্রামরে শাজাহান আলীর ছেলে লিটন (৩৭), শফিকুল ইসলাম, মামুন,ইব্রাহীম, সাগর,সজীব,রাসেল ও দুলাল সরকার।

এ বিষয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে