কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৯টি প্রকল্পের কাজ চলছে। এর বরাদ্দকৃত পরিমান ১৬২ কোটি টাকা। যা এ প্রকল্পটি ২০২৪ সনে কাজ শুরু হয়েছে। এর মধ্যে মতিন কনষ্ট্রাকশনের তিন টি কাজ শেষ হওয়ার পথে।
এর মধ্যে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আসানপুর একটি ও বলিয়াদী ইউনিয়নের মতিন কনষ্ট্রাকশনের নদী রক্ষা বাধের কাজ প্রায় শেষ পথে চলছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানায়, নদী রক্ষা বাধের কাজ শেষ হলে এখানকার পরিবেশ হবে পর্যটকদের মিলনমেলা। তারা বলেন, গত এক দশক আগেও আসানপুর, বলিয়াদী, গোনাহাটি, সহ ঘোড়াউত্রা নদীর কড়াল ঘ্রাসে কয়েক শ বাড়ি ঘর ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে।
তারা নদী রক্ষা বাধ হওয়ার ফলে আবার বাড়িতে আশার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে শাহাপুরে মতিন কনষ্ট্রাকশন ও পাশাপাশি আরেকটি নদী রক্ষা বাধের কাজ প্রায় শেষের দিকে চলছে। আসানপুরে আরো দুটি ঠিকাদারের কাজ মন্তরগতিতে হচ্ছে। যা গ্রামের মানুষ তাদের অনুকুলে নেই বললেই চলে।