বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হোটেলে পঁচাবাসি খাবার, তিন ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৮:৫৫
হোটেলে পঁচাবাসি খাবার, তিন ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টেশন রোডে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়: ছবি যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচাবাসি খাবার বিক্রির অপরাধে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ মে) বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন রোডে আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

1

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে স্টেশন রোডের খাবার হোটেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার প্রস্তুত এবং বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, খাবারের হোটেলে কেউ পঁচা বাসি খাবার বিক্রি করতে পারবে না। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে