বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নকলায় শিক্ষককে সাইকেল উপহার দিলেন জামায়াতে ইসলাম

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১১:৫৫
আপডেট  : ১৪ মে ২০২৫, ১৩:২১
নকলায় শিক্ষককে সাইকেল উপহার দিলেন জামায়াতে ইসলাম
সাইকেল উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলার নেতৃবৃন্দ ছবি: যায়যায়দিন

বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দেখে শিক্ষক ও সাংবাদিক হাসান মিয়াকে নতুন সাইকেল উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার সাংবাদিক হাসান মিয়ার হাতে উপহারের এই সাইকেল তুলেদেন।

1

এ সময় উপজেলার পাঠাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিক আলম, আদ-দাওয়াতুত তাওহীদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষক ও সাংবাদিক হাসানের যাতায়াতের দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে বাইসাইকেল উপহার দেওয়ায় নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভূক্তভোগী শিক্ষক সাংবাদিক হাসান মিয়া।

হাসান মিয়া জানান, তারা স্বামী-স্ত্রী দুইজনই এখনো পড়ালেখা করছেন। তাদের ঘরে দেড় বছর বয়সী ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। তাই সংসার খরচসহ নিজেদের পড়ালেখার ব্যয় বহনের সুবিধার্থে পড়ালেখার পাশাপাশি গত বছর থেকে ফরহাদ ক্যাডেট একাডেমীতে অতিথি শিক্ষক হিসেবে সুনামের সহিত শিক্ষকতা করে আসছেন।

ঘটনার দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাঠদানের কাজে ব্যস্ত থাকার সুযোগে তার সাইকেলটি চুরি হয়ছে বলে হাসান জানান। তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে সাইকেলটি পেয়ে ত্তার খুব উপকার হলো।’

উল্লেখ্য, ৮মে বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা দেওয়ালের ভিতর থেকে শিক্ষক সাংবাদিক হাসান মিয়ার প্রিয় বাইসাইকেলটি চোরচক্র চুরি করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে