চট্টগ্রামের চন্দনাইশে হযরত শাহ্ আমিনুল্লাহ (রহ.) মাহাবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার ১৪ মে সকাল হতে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২২৫জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আধুনিক শিক্ষার মান-সম্পন্ন একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২০১৯ সালে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার শুরু থেকে দক্ষ শিক্ষক দ্বারা বাংলা, ইংরেজি , গনিত, আরবী'র পাশাপাশি অন্যান্য বিষয়বস্তুর মধ্যদিয়ে পরিচালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
অত্র প্রতিষ্ঠানে ১ম বারের মত পরীক্ষা উপলক্ষে চন্দনাইশে কর্মরত একঝাঁক কলম সৈনিক (সাংবাদিক) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ও ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নিতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক ওমর ফারুকসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক। শ্রেণি শিক্ষক প্রধান এইচ এম নুরুল আবছার, সহ-শ্রেণি প্রধান হাফেজ ফোনকান উদ্দিন, সিনিয়র আরবী শিক্ষক আবদুল আলিম রিজবী, ইংরেজি শিক্ষক আবদুল কাদের জুয়েল, সিনিয়র শিক্ষক হাফেজ ইরফান উদ্দিন, শিক্ষক জুবাইরুল ইসলাম, সালাউদ্দিন, তানভীরুল ইসলাম প্রমুখ ।
এসময় প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক বলেন, মুসলিম শিশুদের স্বল্প সময়ে সহজে কুরআন এবং আরবী শিক্ষার একটি সফল পদ্ধতির নাম হলো নূরানী পদ্ধতি। বর্তমান সময়ে এই পদ্ধতির মাধ্যমে আল কুরআনের শিক্ষা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
তারই ধারাবাহিকতায় অত্র এলাকার ছোট ছোট সোনামণিদের আরবী শিক্ষায় পারদর্শী গড়ার প্রত্যয়ে আলহাজ্ব আবদুল মাহবুব চৌধুরী'র প্রতিষ্ঠিত শাহ্ আমিনুল্লাহ (রহ.) মাহাবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়।
এসময় সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের খেদমতে নিয়োজিত থাকা পরম সৌভাগ্যের ব্যাপার৷ তাই এই শিক্ষকতাকে পেশা হিসেবে নয় কুরআনের খেদমত হিসেবে গ্রহণ করবেন।
পিতৃস্নেহে কোমলমতি শিশুদের পড়াবেন এবং সর্বদা ছাত্র-ছাত্রীদের পড়া লেখার উন্নতি সাধনের জন্য চেষ্টা করবেন।