বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

রাজাপুরে ইলিশ পোনা রক্ষায় অভিযান

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৫:৪৩
রাজাপুরে ইলিশ পোনা রক্ষায় অভিযান
ঝালকাঠির রাজাপুরের বিশখালি নদী থেকে জব্দ হওয়া পোনা মাছ: ছবি যায়যায়দিন

ইলিশ পোনা রক্ষায় ঝালকাঠির রাজাপুরের বিশখালি নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

অভিযানে ইলিশের পোনা ধরা এবং নদী থেকে অবৈধ মাটিকাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীদের জরিমানা করা করা হয়।

1

গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় বাদুরতলা এলাকার নদী থেকে ৯টি বেহুন্দীজাল ও একজনকে আটক করে প্রশাসন।

আটক ব্যক্তির কাছ থেকে এক ব্যারেল ভর্তি বিভিন্ন মাছের অতিক্ষুদ্র পোনা জব্দ করা হয়।

অন্যদিকে নদীর ভাঙন সংলগ্ন এলাকায় মাটি কাটারত অবস্থায় দুইজন মাঝিকে আভিযানিক দল আটক করে।

তারা দু'জনই ঝালকাঠি সুতালরি ব্রিজ সংলগ্ন এআরএম ব্রিকস'র লোক বলে জানা গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল বলেন, ‘অনেক প্রতিকূলতার ভেতরে আমাদের অভিযান পরিচালনা করতে হয়। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতে হয়। তারপরেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, আটক জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জব্দ করা সাড়ে সাত লাখ টাকা মূল্যের ৯টি বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করে।

এবং প্রায় ৮০ কেজি পোনা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ ছাড়াও মাটি কাটার অপরাধে আটক দু’জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে