বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে মারপিট, নারী নিহত

কুলিয়াচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৭:৪৪
কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে মারপিট, নারী নিহত
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা গোবরিয়া আব্দুলাপুর ইউনিয়নে উত্তর লক্ষীপুর সিন্দুমোর এলাকার আমপাড়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মতিউর রহমানের স্ত্রী মমতা বেগম (৫৮) নিহত হয়েছে।

এ ঘটনায় পুলিশ মামলায় আসামি রীনা বেগম (৫০) কে পুলিশ গত কাল গ্রেফতার করার পর কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে গত সোমবার বিকেল ৫ টার দিকে প্রতিপক্ষ হামলায় অনন্যতক আহত হয়েছে। আহতরা হলেন নবী মিয়া (৪০), শরীফা খাতুন (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকাই একটি হাসপাতে ভর্তি করা হয়েছে তারা বলেন, বিগত দীর্ঘ দিন ধরে একটি জায়গা নিয়ে জামেলা নিয়ে চলে আসছিল প্রতিবেশি একুব আলীর ছেলে কালু মিয়া ও অন্যান্যদের মাঝে।

1

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকতা হেলাল উদ্দিন যায় যায় দিন কে বলেন, এ ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে এবং ১০ জনের নামে হত্যা মামলা দায়েল করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে