শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ডেঙ্গুতে একদিনে একজনের মৃত্যু, ৩৫৮ জন হাসপাতালে 

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ১৯:৫৩
ডেঙ্গুতে একদিনে একজনের মৃত্যু, ৩৫৮ জন হাসপাতালে 
হাসপাতালে মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। ছবি: সংগৃহীত

দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, খুলনা বিভাগের ১৪ জন, ময়মনসিংহ বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুরে ৩ এবং সিলেটে ২ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১০ হাজার ৮২ জন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩লা জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে