ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির ১৯ সদস্য বিশিষ্ট নবাগত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়। চৌহালী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা (সিএ টু ) ইউসুফ আলী কে সভাপতি এবং ইউএনও অফিসের হিসাব সহকারী মো: আশরাফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নবাগত কমিটি গঠন করা হয়।
গতকাল বুধবার রাতে ২০২৫ কর্মচারি কল্যান সমিতির সকল সদস্যদের সমন্বয়ে নবাগত কমিটি গঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরি জীবীদের মধ্যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি, কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ এবং ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
এসব সমস্যা নিরসনে এবং একটি সুষ্ঠু ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতেই এই সমিতি সক্রিয় ভূমিকা পালন করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আলতাফ হোসেন (সার্ভেয়ার উপজেলা ভূমি অফিস), সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল ইসলাম ( গাড়ী চালক ইউএনও অফিস), ছানোয়ার হোসেন অর্থ সম্পাদক (ভূমি অফিস) মোছা: রহিমা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক (কম্পিউটার অপারেট উপজেলা পরিষদ,) হাসেম শেখ ক্রীড়া ও গবেষণা সম্পাদক ( অফিস সহকারী ইউএনওর কার্যালয় ), মাহমুদুল হাসান সাংস্কৃতিক সম্পাদক , মোখলেছুর রহমান দপ্তর সম্পাদক , শহিদুল ইসলাম তথ্য ও প্রচার সম্পাদক কবির হোসেন, সদস্য, তৌহিদুল ইসলাম সদস্য , আলীনুর সদস্য ইউসুফ আলী সদস্য , কামরুল হাসান সদস্য , শারমিন সদস্য , কমল কুমার সদস্য , রজব আলী সদস্য, (নৌকা চালক) এদিকে গতকাল রাতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ একটি স্বচ্ছ, কার্যকর ও দায়বদ্ধ নেতৃত্ব প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।