বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘাটাইলে অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ১১:২৪
ঘাটাইলে অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই
ছবি-যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার উপজেলা গেটে পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে যুথি-বিথি ট্রেনিং সেন্টার এন্ড ওয়ার্কসপে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৪মে) রাত ৯টায় ৫০মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ঘটে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের দিক নির্দেশনায় ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

1

দোকান মালিক গুনদত্ত গ্রামের জিল্লুর রহমান(৫০) প্রত্যক্ষদর্শী জানান পৌর এলাকার উপজেলা পরিষদ গেটে পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে পার্টস এবং গাড়ির টায়ারের দোকান যুথি-বিথী ট্রেনিং এন্ড ওয়ার্কসপে ধোয়া দেখা দিলে আশে পাশে লোকজন ফায়ার সার্ভিসের লোকজন কে খবর দেয়।

উপজেলা প্রশাসন,ফায়ার সার্ভিসের লোকজন পুলিশ দির্ঘ দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।এ ঢাকা ময়মনসিংহ মহা সড়কে পাচঁ কিলোমিটার রাস্তায় যান জটের সৃষ্টি হয়।রাস্তার দুই পাাের উৎসুক জনতা ভিড় সামলাতে প্রশাসন হিমসিম খায়।

পথচারী ফরহাদ জানান সারাদিন দোকান বন্ধ ছিলো রাতে হঠাৎ দোকানে ধোয়া দেখতে পেয়ে আশে পাশের লোকজন কে খবর দেই।

দোকানে অগ্নিকান্ডের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আঈদ জানান ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টার কারণে আগুন নেভাতে সক্ষম হয়েছে।তবে তাৎক্ষনিক ক্ষতির পরিমান জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে