গোপালগঞ্জের মুকসুদপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে বিষপান করে আত্মহত্যা করেছে ইমুন বিশ্বাস (২০) নামের এক মেধাবী শিক্ষার্থী।
ইমুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে, ইমুন বিশ্বাস মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের খোরট গ্রামের বাসিন্দা এবং হিন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাসের ছেলে।
ছোটবেলা থেকেই শিক্ষায় মেধার স্বাক্ষর রেখে এসেছে সে। ১৮৯নং সরকারি ঠুললারপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি অর্জন করে।
একই বিদ্যালয় থেকে ২০২১ সালে গোল্ডেন প্লাসসহ এসএসসি এবং ২০২৩ সালে ঢাকা মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পায় ইমুন।
চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে ১১ মে (শনিবার) রাত ১১টার দিকে নিজ বাড়িতে জমিতে ব্যবহৃত আগাছানাশক প্যারাক্সন বিষ পান করে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ ও সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৩ মে সন্ধ্যা ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমুন বিশ্বাস।
ইমুনের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তরুণদের মানসিক চাপ মোকাবেলায় সচেতনতা এবং সহানুভূতিশীল সহায়তা ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন অনেকে।