বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগতিতে সড়ক দুর্ঘটায় প্রবাসীর মৃত্যু, আহত ৪

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ১২:১৫
রামগতিতে সড়ক দুর্ঘটায় প্রবাসীর মৃত্যু, আহত ৪
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটায় ইসমাইল হোসেন সুমন (৩২) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে চর আলগী ইউনিয়নের হাজী নবিয়ল মিয়া মোড় সংলগ্ন চর টবগী গ্রামের রাস্তার মাথা এলাকার আলেকজান্ডার- সোনাপুর আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

1

এঘটনায় অটোরিকশায় থাকা গর্ববতী নারী ও চালক ফেরদৌসসহ আরো ৪ জন আহত হন। নারীরসহ অন্য আহতদের নাম পরিচয় জানা যায়নি তবে লোক মুখে শুনা যাচ্ছে গর্ববতী ওই নারীকে চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মৃত সন্তান প্রসব করে, তার অবস্থা ও আশংকা জনক।

মৃত ইসমাইল হোসেন সুমন চর হাসান হোসেন গ্রামের মাহফুজ ডুবাইর ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাটারী চালিত অটোরিকশাটি রামদয়াল বাজার থেকে যাত্রী নিয়ে আলেকজান্ডার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে গাড়ির বোম ভেঙে পিছনের দুই চাকা দুই দিকে সরে গিয়ে সড়কেই উলটে পড়ে অটোরিকশা এতে রাস্তায় ছিটকে পড়ে সুমনের মাথায় লোহার রড ঢুকে যায় এসময় সুমন সহ অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠান তারা সেখানে সুমনের মৃত্যু হয়।

সুমনে পারিবারিক সূত্রে জানা যায় গত দুই মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন তিনি বিদেশে আর ফেরা হলোনা তার তার স্ত্রী এবং পাচ ও তিন বছরের দুটি পুত্র সন্তান রয়েছে ছেলেদের বায়না ছিল তারা লিচু খাবে ঘটনার দিন সকালে লিচুর জন্য বাজার যায় সে লিচু নি বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেলে ছেলেদের আর লিচু খাওয়া হয়নী। আজ সকাল আটটায় উপজেলা চর হাসান হোসেন গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমনের মৃতদেহ দাফন করা হয়।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, সড়ক দুর্টনায় মৃত্যু সংবাদ তিনি পাননি তাই এব্যাপারে তিনি কিছুই জানেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে