শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ বন্দরের কন্টেইনার পরিবহন

চট্টগ্রাম ব্যুরো
  ১৫ মে ২০২৫, ১৫:২৬
প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ বন্দরের কন্টেইনার পরিবহন
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার, ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিকরা। সংগঠনটির সভাপতি এবং একটি প্রাইম মুভারের চালককে মারধরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরে পণ্য পরিবহনের কন্টেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

1

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের অভিযোগ, মঙ্গলবার রাতে আগ্রাবাদে ছুরিকাহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য একটি প্রাইম মুভার গাড়ি থামায় পুলিশ। এত বড় গাড়িতে রোগী পরিবহন সম্ভব না জানালে ক্ষিপ্ত হয়ে ওসিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য সংগঠনের সভাপতি সেলিম খান, চালক দেলোয়ার ও ফয়সালকে মারধর করে। এর প্রতিবাদেই সংগঠনটির পক্ষ থেকে গতকাল (বুধবার) কর্মবিরতির ডাক দেওয়া হয়।

জানা গেছে, চট্টগ্রামে ২১টি বেসরকারি কন্টেইনার ডিপো আছে। ধর্মঘটের কারণে সবগুলো ডিপোতেই কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে জাহাজে কন্টেইনার ওঠানামা অব্যাহত আছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। বন্দরে কনটেইনার নিয়ে প্রাইম মুভার চলাচল বন্ধ রয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘গত মঙ্গলবার আমাদের ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে এ ধর্মঘট চলছে।’

উল্লেখ্য, দেশের আমদানি-রফতানি পণ্যের ৯৯ শতাংশ কন্টেইনারের মাধ্যমে পরিবহন হয়। রফতানি পণ্য কারখানা থেকে প্রথমে বেসরকারি কন্টেইনার ডিপো বা অফডকে নেওয়া হয়। সেখানে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেই পণ্য কন্টেইনারে তোলা হয়।

এরপর প্রাইম মুভার- ট্রেইলার গাড়িতে সেই কন্টেইনার পাঠানো হয় বন্দরে। সেখান থেকে জাহাজে ওঠানোর পর রফতানি পণ্যবোঝাই কন্টেইনার যায় নির্ধারিত গন্তব্যে। অফডক থেকে রফতানি ও আমদানি পণ্য মিলিয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার কন্টেইনার পরিবহন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে