গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে রোববার (১১ মে) সকালে একটি রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘরের মালিক সায়েম শেখ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেন, পার্শ্ববর্তী গ্রামের মোস্তফা কামাল চান মিয়া, আরিফ শেখ, আব্দুল্লাহ শেখ এবং নওশেদ শেখ পূর্ব শত্রুতার জেরে তার রান্নাঘরে আগুন ধরিয়ে দেন।
অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং সায়েম শেখের পরিবার নিজেরাই আগুন লাগিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে সায়েম ভাতিজা আব্দুল্লাহ শেখ বলেন, আমার কাকি ও তার পরিবারের লোকজন নিজেদের ঘরে আগুন দিয়ে,চান মিয়া ভাইসহ আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।
ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম আমি আগুন নিভানোর চেষ্টা করি। এদিকে ১নং বিবাদী মোস্তফা কামাল চাঁন মিয়া শেখ বলেন সায়েম শেখ আমার কাছ থেকে চার কাঠা জমি দুই দাগ থেকে দলিল নেন,যে ঘর পুড়ছে এই জমি থেকে এক কাঠা, অন্য দাগে তিন কাঠা জমি ক্রয় করে। আমি এই দাগ থেকে দেড় কাঠা জমি তার ভাইয়ের ছেলের কাছে বিক্রি করি এই কারণেই তিনি নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে।
স্থানীয় বিএনপি নেতা জাকির ফকির এবং মুরুব্বি হাই মোল্লাসহ কয়েকজন জানান, তারা ধারণা করছেন, এটি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে সাজানো ঘটনা হতে পারে। অভিযোগকারী সায়েম শেখ বলেন ঘটনার দিন আমি সিঙ্গিাপড়া বাজারে অবস্থান করি,ঘরে আগুন লাগানোর সংবাদ পেয়ে বাড়িতে আসছি,আমার স্ত্রীর ও পরিবার বলেন চানমিয়া সহ তার লোকজন আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তার কাছে জানতে চাইলে আগুন ধরিয়ে দেওয়ার সময় কোন ভিডিও অথবা কোন ছবি আছে কিনা তিনি বলেন আমরা আগুন ধরিয়ে দেওয়ার পরে দেখতে পাই ঘরে দাও দাও করে আগুন জ্বলছে।
আমাদের ধারণা অভিযুক্তরাই আমার ঘরে আগুন দিতে পারে। ঘটনার তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।