শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূঞাপুরে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১৫ মে ২০২৫, ১৬:৩৮
ভূঞাপুরে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদের ফসল উৎপাদন বাড়াতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রকল্পের আওতায় ওই কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।

1

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন প্রমুখ।

ওই সম্মেলনে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, কৃষি উদ্যোক্তা, কৃষক-কিষানি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ ১০০ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বক্তারা মাঠ পর্যায়ে কৃষক সমিতি ও তাদের উৎপাদিত ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে