ঝালকাঠিতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে ) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা ( স্টেশন রোড,সদর চৌমাথা ) প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন- ০৮ পিরোজপুর এরিয়ার ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মোঃ ইয়ামিন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন বশির, মোঃ উজ্জ্বল রহমানসহ আরো অনেকে।
চিকিৎসাসেবা দেন ঝালকাঠি সদর হাসপাতালে সহকারী সার্জন ডাঃ মাহমুদুর রহমান এবং তার সহকারী আমিনুল হক।
স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কিনেন অনেকে।
চিকিৎসাসেবা নিতে আসা সজল মোল্লা, শিউলি খাতুন, শাহিদা আক্তার, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবেদ আলী প্রমুখ বলেন, “ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে ওয়ালটন।”
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ঝালকাঠি ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।