গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো পথে এসে ইউটার্ন নিতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় শওকত হোসেন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৫ মে) দুপুরের দিকে মহাসড়কের উপজেলার জৈনা বাজারে দক্ষিণ দিকের ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত হোসেন (৫৫) উপজেলার ভুতুলিয়া গ্রামের ঢং পাড়ার বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন আলমগীর হোসেন বলেন,' দুপুরের দিকে নিজের অটোভ্যান নিয়ে জৈনা বাজার থেকে মহাসড়কের ইউটার্নে পূর্ব পাশে একটি দোকানে মাল আনতে যাওয়ার চেষ্টা করছিলেন শওকত হোসেন। মহাসড়কের উল্টো পথ ধরে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা মাত্রই ময়মনসিংহ গামী একটি অজ্ঞাতনামা কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ মহাসড়কে ছিটকে পড়েন শওকত হোসেন। এসময় সড়কের পাশে হট্টগোল শুনতে পেয়ে আমি এগিয়ে গিয়ে দেখি সেখানে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে আছে তাঁর।পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।'
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, 'খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি কাভার্ডভ্যান তাঁর ভ্যানকে ধাক্কা দেয় বলে জানা গেছে। সেসময় বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ সম্ভব হয়নি। তাই গাড়ি সনাক্ত করে আটক করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'