শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কলমাকান্দায় বালু সহনশীল ফসল চাষ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সফর                                                                                                                      

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ১৯:০৮
কলমাকান্দায় বালু সহনশীল ফসল চাষ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সফর                                                                                                                      
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা গ্রামে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো "বালুসহনশীল ফসল চাষ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সফর"।

উদ্যোগটির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ছড়া/নদীভাঙন প্রবণ ও বালুময় জমিতে উপযোগী ফসল চাষে অভিজ্ঞতা ও উদ্ভাবনী কৌশল বিনিময়।

1

অভিজ্ঞতা বিনিময় সফরে ৪টি গ্রামের ১৫ কৃষক-কৃষানী, অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা চন্দ্রডিঙ্গা গ্রামের বাদাম চাষ, আঁখ চাষ, বস্তায় আদা চাষ ও কেঁচো কম্পোষ্ট পরিদর্শন করেন। বালুজমিতে এসব ফসল চাষ বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহয়ক হবে।

স্থানীয় কৃষক পরিমল রেমা জানান, "আগে এই জমিগুলোতে কিছুই হতো না। এখন বারসিকের পরামর্শে কম খরচে বালুসহনশীল ফসল চাষ করছি। ভালো ফলন হচ্ছে, বাজারে বিক্রিও হয় ভালো দামে, এ বছর আমি ৩৩ শতাংশ জমিতে ভ‚ট্টা চাষ করে ৩৭ হাজার টাকায় বিক্রি করেছি"

বারসিক-এর কলমাকান্দা উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা বলেন, "বালুময় এলাকার মানুষদের খাদ্য ও আয় নিশ্চয়তার জন্য তাদের নিজস্ব সম্পদ, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কীভাবে জলবায়ু পরিবর্তন অভিযোজন সম্ভব তা তুলে ধরতেই আমাদের এই আয়োজন।"

উল্লেখ্য, বারসিক দীর্ঘদিন ধরে স্থানীয় জ্ঞানভিত্তিক টেকসই কৃষি, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ায় কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে