শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র  পরিদর্শন করলেন ডিসি

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৫ মে ২০২৫, ১৯:১৬
ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র  পরিদর্শন করলেন ডিসি
ছবি: যায়যায়দিন

নীলফামারী জেলার ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি উদয়নপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।

বৃহস্পতিবার (১৫ মে) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন ডোমারের উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী।

1

এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম এবং ফিল্ড অফিসার মাসুদ রানা, ফিল্ড সুপার ভাইজার তৌহিদুল ইসলাম, মডেল কেয়ারটেকার এমতাজ আলী, সাধারণ কেয়ারটেকার ছাইফুল আলম প্রমুখ।

জেলা প্রশাসক মহোদয় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের এই প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশসহ ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই কার্যক্রম গ্রামের ছোট ছোট শিশুদের স্কুলগামী করার জন্য প্রস্তুত এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার জন্য কার্যকরী ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, এই কার্যক্রম সরকারের একটি সফল প্রকল্প হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। নতুন প্রজন্মের নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ বিকাশে এই প্রকল্প আরো সুন্দও ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে