ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকালে মহাসড়কে বিদ্যুৎতের পাওয়ার প্লাটের জেনেটার নেওয়া সময় মিরসরাই পৌরসদের ফুটওভার ব্রিজে আটকে এ যানজটের সৃষ্টি হয়। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানযটের কারণে ভোগান্তিতে পড়ে মহাসড়কের যাত্রীরা।
জানা গেছে, মিরসরাইয়ের করেরহাট এলাকায় বিদ্যুৎর পাওয়ার প্লাটের কাজের জন্য বড় জেনেটার নিয়ে আসা হয়। সড়কের ফুটওভার ব্রিজের কারণে জেনেটারটি সড়কে আটকে যায়। পরে বিভিন্ন ধরনের কৌশল করে জেনেটারটি ফুটওভার ব্রিজ পার করা হয়। এতে সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে পথচারী ও যাত্রীরা।
চট্টগ্রামগামী বাসের যাত্রী সোহেল বলেন, ‘অনেক সময় ধরে জ্যামে আটকা পড়ে আছি। চট্টগ্রামে ডাক্তার দেখানোর উদ্দেশ্য রওনা দিছি। গাড়ি মিরসরাই আসার পর এগোচ্ছেনা। কখন শহরে যাবো সঠিক সময় বলা যাচ্ছেনা।’
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ জানান, জেনেটার বহনের সময় সড়কে গাড়ি চলাচলের একটু বিঘ্ন হয়েছে। পরে গাড়ি চলাচল ঠিক হয়ে যায়।