রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নাচোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও হত্যার চেষ্টা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১০:৫৮
নাচোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও হত্যার চেষ্টা
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সংবাদ প্রকাশের জেরে নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনকিলাব এবং আমাদের রাজশাহী পত্রিকার নাচোল প্রতিনিধি সহিদুল ইসলামকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে নাচোল থানায় একটি মামলার এজাহার দ্বায়ের হয়েছে।

নাচোল থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ১৬ মে বেলা ১১.৪৫মিঃ দিকে পৌর এলাকার নাচোল ডায়াবেটিক সমিতির সামনে সাংবাদিক সহিদুল ইসলাম উপস্থিত হলে নাচোল পৌরসভার সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের হুকুমে হামিদুর রহমান মুকুলের নেতৃত্বে ৪/৫জন বাঁশের লাদনা ও দেশীয় ধারালো অস্ত্রসহকারে হামলা চালিয়ে মারধর, টাকা ছিনতাই এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

1

এ সময় সহিদুলের ডাক-চিৎকারে ডায়াবেটিস সমিতিতে চিকিৎসা নিতে আসা রোগী ও আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শুক্রবার রাতেই সাংবাদিক সহিদুল ইসলাম বাদী হয়ে মারধর, টাকা ছিনতাই ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ এনে নাচোল থানায় একটি মামলার এজাহার দ্বায়ের করেছে।

মামলায় দাখিলকৃত এজাহারভুক্ত আসামিরা হচ্ছে নাচোল চেয়ারম্যানপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, মৃত মুসা মিয়া (খোকা)র ছেলে হামিদুর রহমান মুকুল, সেতাব উদ্দিনের ছেলে আশিক ও তুহিন, ইমাম হোসেনের ছেলে রুবেল ও সোহেল রানা।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থ নেওয়া হবে। হামিদুর রহমান মুকুল ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার সাথে জড়িত নন বলে জানান।

উল্লেখ্য, গত ১১ মে ‘দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকায় নাচোল প্রতিনিধি ক্রেডিটে নাচোল পৌরসভা চত্বরে অবস্থিত ঠিকাদারের ঘর এক রাতেই গায়েব শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে নাচোল পৌরসভার ড্রেন নির্মাণ কাজের মালামাল সংরক্ষণ ও শ্রমিকদের বিশ্রামের জন্য ৩ কক্ষ বিশিষ্ট টিনসেড ঘরের ২০ বান্ডিল টিন গায়েবের সাথে সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন ও মতিউর রহমানের সংশ্লিষ্টতা থাকার কথা বলা হয়।

সংবাদের শেষ অংশে আরো বলা হয় পৌরসভার প্রবেশ পথে রাস্তার নয়নজুলির উপর পৌরসভার তৎকালীন মেয়র কর্তৃক নির্মিত টিনশেড পাকাঘরটি বর্তমানে মাদকসেবী ও দালালদের আড্ডাখানায় পরিণত হয়েছে, যেকোন সময় অঘটন ঘটতে পারে বলে পৌরবাসীর আশঙ্কা।

এদিকে নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সুধীজনরা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন থানায় মামলার এজাহার দেয়া হয়েছে, আসামিদের গ্রেফতার করা না হলে নাচোলে অচিরেই মানববন্ধন, বিক্ষোভসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে