গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, যুবসমাজ হলো দেশ ও জাতিকে পরিবর্তনের শক্তি। ২৪ এর গণ বিপ্লবে ছাত্র ও যুবসমাজ দেখিয়ে দিয়েছি যে, তোমাদের ধারাই দেশ ও সমাজ পরিবর্তন করা সম্ভব।
অতীতের যেকোনো আন্দোলন সংগ্রামে ছাত্ররাই ভুমিকা পালন করেছে। এ দেশ ও জাতির নেয়ামত স্বরূপ হলো তরুণ ছাত্রসমাজ। এই তরুণ সমাজ যদি সুপথে পরিচালিত হয় তাহলে দেশ সুন্দর হবে। আর তরুণ সমাজ যদি বিপদগ্রস্ত হয় তাহলে দেশ বিপদগ্রস্ত হবে।
শুক্রবার (১৬ মে) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের বরামা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বরামা প্রিমিয়ার লিগ (BPL-01) ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্টে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক দেশ রূপান্তর এর সিনিয়র রিপোর্টার ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফয়সাল খান আরিফ, জেলা ছাত্রশিবির নেতা মোঃ মঞ্জরুল ইসলাম, বরমী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম, বরমী ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন, বরমী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ বেপারী, শ্রীপুর উত্তর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জাহিদ হাসান জাকির,বরমী ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ তমিজি প্রমুখ।