মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় প্রধান সড়কের উপর অবৈধভাবে বাস-গাড়ি পার্কিং করারঅপরাধে ভ্রাম্যমাণ আাদালত পরিচালনা করেছে লৌহজং উপজেলা প্রশাসন।
আজ রোববার (১৮ মে) সকালে উপজেলার ঘোলতলী বাজার এলাকায় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, তাদের একাধিকবার সতর্ক করার পরেও অবৈধভাবে রাস্তার উপর বাস পার্কিং করে। তাই ঘোলতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দন্ডবিধি,১৮৬০ এর ২৯১ ধারায় ৫ জনকে আটক এবং জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় লৌহজং থানা পুলিশ সর্বাত্বকভাবে সহযোগিতা করেছে।